বাংলাদেশ

দেশের অর্থনীতি পুনর্গঠনসহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেই সাইডলাইন বৈঠকে এ আগ্রহের কথা জানায় সংস্থাটি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থনের ঘোষণা দেন।

বৈঠকে ড. ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছেন, তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। সেইসাথে তিনি এটিকে দেশ পুনর্গঠনে সবচেয়ে বড় সুযোগ বলেও উল্লেখ করেন।

অজয় বঙ্গ বলেন, অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উত্পাদিত হাইড্রোএনার্জি কীভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় হত্যা মামলার অন্যতম আসামি চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীকেও গ্রেফতারে অভিযান চালানো হয়। তবে, তাকে সেখানে পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাউজান উপজেলার গহিরায় এই অভিযান চালায় জেলা পুলিশ।

জানা গেছে, পাওয়া তথ্যের ভিত্তিতে সাবেক এই এমপির বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশ ও রাউজান থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়– রিভলবার, পিস্তল, রাইফেল, শটগান, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, বিপুল সংখ্যক গুলি, এক নলা বন্দুক ও বন্দুকের কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, ককটেলসহ অনেক দেশী-বিদেশি অস্ত্র।

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র–গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর এর মধ্যে পুলিশের লুট হওয়া এবং লাইসেন্স স্থগিত হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু জমা দেয়ার নির্ধারিত সময় পার হলেও এসব অবৈধ অস্ত্র ফজলে করিমের বাড়িতেই ছিল।

১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। যদিও আওয়ামী লীগ আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিল বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার মতে, দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে, তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচনের আয়োজন করবে।

গতকাল মঙ্গলবার রয়র্টাসে প্রকাশিত সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেড় বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত। তবে ‘পরিস্থিতি যাই হোক না কেনো’ তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন।

সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষাপটেই সাম্প্রতিক অবস্থা, নির্বাচনী আবহ ও দেশ সংস্কারে দলের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার একান্তই নিজের বলেও উল্লেখ সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক এ উপদেষ্টা।

এ নিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, এটা তার (শেখ হাসিনা) সিদ্ধান্ত। এ মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে, সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।

গত মাসে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায় বলেও উল্লেখ করেছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা, জনগণের স্বাধীনতা বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তার বিষয়ে দুই সরকার প্রধানের আলোচনা হয়।

বৈঠকে ড. ইউনূস পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল উল্লেখ করে তা তুলে ধরেন। এ সময় বাংলাদেশের সাথে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির সরকারের সমর্থনের প্রশংসা করেন তিনি। তাছাড়া, বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধও করেন ড. ইউনূস।

ড. ইউনূস আন্দোলন চলাকালীন ও পরবর্তীতে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক একটি আর্টবুক জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া, যেকোনো প্রয়োজনের অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা বলেন তিনি।

নিউইয়র্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৫০ মিনিটে) জাতিসংঘ সদর দফতরে এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ড. ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় তিনি বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদানের কথা মার্কিন প্রেসিডেন্টকে জানান।

জো বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রেরও পূর্ণ সহযোগিতা করা উচিত।

এ সময় ড. ইউনূস আন্দোলন চলাকালীন ও পরবর্তীতে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক একটি আর্টবুক জো বাইডেনকে উপহার দেন।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে দেশটিতে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে কয়েক বস্তা ভর্তি টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের দুদিন পর পুলিশ জানিয়েছে, বস্তাভর্তি টাকার মধ্যে নগদ পাওয়া গেছে ১ কোটি ১৬ লাখ টাকা। সেই সঙ্গে বিপুল পরিমান বিদেশি টাকাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান।

গ্রেফতারকৃতরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি প্রাইভেটকার ও ৩টি  বুলেটপ্রুফ জ্যাকেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ব্যবহার করতো।

তারা আরও জানায়– জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টিও তাদের এবং তাদের পরিবারের সদস্যদের। এছাড়াও, অভিযান পরিচালনাকৃত বাড়িটি আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানায় তারা।

খারাপ সময় যেন পিছু্ই ছাড়ছে না সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। হত্যা মামলা, ইনজুরি বিতর্কের পর এবার বড় শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিএসইসি।

সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।

ওই পোস্টে বলা হয়, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে সাক্ষাৎ করেছেন। তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ নিয়ে উভয় দেশের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে কথা বলেছেন, কারণ তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করে বলেছে, এটি এখনও অনুমাননির্ভর।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ ভোর ৫টায় বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

জানা গেছে, ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন ড. ইউনূস। এবারের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ প্রতিনিধি দলের একাংশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাকিরা যাচ্ছেন আজ।

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবে। সেখানে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা চাওয়া হতে পারে বলে জানা গেছে। জো বাইডেনের কাছে দেশের বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপের বিষয়েও সহযোগিতা চাইতে পারেন ড. ইউনূস।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম ওরফে নুরু টেইলারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২নং পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার কালামিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রাজনীতির পাশপাাশি টেইলারের কাজ করতেন নুর। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ব্যবসা বন্ধ করে তিনি বাড়িতে আত্নগোপনে ছিলেন। রোববার রাত ৯টার দিকে আনোয়ার হোসেন নিকু ও দামা কালুর ভাই খোকনসহ ১৫-২০ জন নুরের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেনের অভিযোগ, বিএনপি সমর্থক স্থানীয় সন্ত্রাসী আনোয়ার হোসেন নিকু ও দামা কালুর ভাই খোকনসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী রাত ৯টার দিকে পাঁচপাড়ার বাড়িতে প্রবেশ করে। এসময় ঘরে হামলা চালায় এবং আমার বাবাকে পিটিয়ে হত্যা করে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার. ডা. জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে আনার আগে মারা সে গেছে। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন।

চন্দ্রগঞ্জ থানার পুৃলিশ পরির্দশক (তদন্ত) মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কী কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।