বিশ্ব

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হয়েছেন নাইম কাশেম। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে উপপ্রধান কাশেমকে নতুন নেতা হিসেবে ঘোষণা করেছে সংগঠনটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। তার জায়গায় নিযুক্ত হলো ১৯৯১ সাল থেকে হিজবুল্লাহ’র উপপ্রধানের দায়িত্ব পালন করা এই নেতা।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সুরা কাউন্সিলের সিদ্ধান্তে নাইম কাশেমকে দেয়া হয়েছে এই দায়িত্ব। হিজবুল্লাহ প্রতিষ্ঠায় কাশেমের যথেষ্ট ভূমিকা রয়েছে। দখলদারদের বিরুদ্ধে তারও রয়েছে অবিচল অবস্থান।

প্রসঙ্গত, নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিএদ্দিনের নাম বিবেচনায় ছিল। তবে নাসরাল্লাহর পর তিনিও ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হন।

নাইম কাশেমের জন্ম ১৯৫৩ সালে। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করলেও নিয়মিত জনসম্মুখে আসেন নাইম। নাসরাল্লাহ নিহত হওয়ার পরও তিনবার জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন তিনি।

ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। তবে ইরানে ইসারায়েলের হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে দেখছে হোয়াইট হাউজ।

দেশটির জাতীয় নিরা পত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

প্রায় এক মাস আগে, ইসরায়েলের ওপর প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে ইরানের ওপর ইসরায়েলের হামলা প্রত্যাশিত ছিলো। অবশেষে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। 

হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে আরও পাঁচ ইসরায়েলি সেনার প্রাণ গেছে। বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযানে নিহত হন তারা। আহত হন নেতানিয়াহু বাহিনীর আরও ১১ সদস্য। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ– আইডিএফ।

বিবৃতিতে নিহত ওই চার সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়। তবে, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেলআবিব।

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় বেশ চাপে আইডিএফ বাহিনী। সশস্ত্র গোষ্ঠীটির সাথে সম্মুখ সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৭ ইসরায়েলি সেনা।

অন্যদিকে, এক বিবৃতিতে ৭০ জনের বেশি ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। তবে তাদের মৃত্যুর সময়কাল প্রকাশ করেনি গোষ্ঠীটি।

যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির। ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিসের প্রচারণায় লেবার পার্টি সহায়তা করছে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে রিপাবলিকান প্রচারশিবির।

রিপাবলিকান পার্টির দাবি, ডেমোক্রেট প্রার্থী কমালার প্রচারণায় স্বেচ্ছাসেবী হয়ে বেআইনিভাবে সহায়তা করছেন লেবার পার্টির সদস্যরা। এতে লেবার পার্টির প্রায় ১০০ সদস্য যুক্ত রয়েছেন।

যুক্তরাজ্য উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেয়নার বলেন, সাধারণ নাগরিকরা প্রায়ই সেখানে (যুক্তরাষ্ট্রে) গিয়ে প্রচারণা চালিয়ে থাকে। এটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই হয়ে থাকে।

এ বিষয়ে লেবার পার্টির নেতা স্টিভ রিড জানান, কেউ যদি প্রচারণায় অংশ নেন তাহলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে লেবার পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই। তারা কি করবে এটি তাদের ওপরই নির্ভর করবে। যুক্তরাজ্যে কিংবা যুক্তরাষ্ট্রেও সেটি আইনের পরিপন্থী নয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি নাগরিকরাও প্রচারণা চালাতে পারেন। তবে এক্ষেত্রে প্রচারণাকারীদের কোনও ধরনের প্রতিদান দেয়া যাবে না। তাছাড়া, দেশটির বিগত নির্বাচনে বিদেশিদের প্রচারণায় অংশ নিতে দেখা যায়। ওই নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি রিপাবলিকান পার্টির হয়ে প্রচারণা চালান।

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত-সংশ্লিষ্ট মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল এ রায় দেয়া হয়। ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখতের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ওদেব্রেখতকে দেওয়ার বিনিময়ে তিনি এই ঘুষ নিয়েছিলেন। এই ঘুষ গ্রহণের দায়ে তাকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

লাতিন আমেরিকার দেশ পেরুতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৭৮ বছর বয়সী তলেদো। দীর্ঘদিন ধরে চলা এই বিচারকাজের সময় তলেদো ক্রমাগত তার বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য একটি ড্রোন হামলা হয়েছে। তবে, সবশেষ খবর অনুযায়ী এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে এই হামলা চালায়। আইডিএফ বলেছে, স্থানীয় সময় শনিবার সকালে, ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সৌদি আরবের সম্প্রচারমাধ্যম চ্যানেল আল-হাদাসকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ড্রোনগুলোর মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তার স্ত্রী ঘটনাস্থলে কাছে ছিলেন না। এছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরাইল। বুধবার দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। 

এদিকে বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের লাশের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার  হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, বিশ্বের কয়েক ডজন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাৎজের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, '৭ অক্টোবরের গণহত্যা ও নৃশংসতার হত্যা গণঘাতক ইয়াহিয়া সিনওয়ার আজ আইডিএফ সৈন্যদের হাতে নিহত হয়েছে।'

এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। হামাসের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সাধারণত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট আল-মাজদে তথ্য প্রকাশ করা হয়। সিনওয়ারের বিষয়ে জানতে ইসরাইলি সংবাদমাধ্যম নয়; বরং হামাসের কাছ থেকে তথ্য আসা পর্যন্ত ফিলিস্তিনিদের অপেক্ষা করতে বলছে এই ওয়েবসাইট।

ইরানের রাজধানী তেহরানে গত জুলাইয়ে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এরপর সিনওয়ারকে হামাসের প্রধান করা হয়। তিনি দীর্ঘদিন ইসরাইলের কারাগারে বন্দী ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের আওতায় তিনি মুক্তি পান।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। রাজ্যটির বিশেষ মর্যাদা হারানোর পর প্রথমবারের মতো সরকার পেলো অঞ্চলটির জনগণ। বুধবার (১৬ অক্টোবর) শপথ গ্রহণ করেন তিনি।

শপথ গ্রহণ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) নিজের অফিসে বসা একটি ছবি পোস্ট করেন তিনি, সেখানে ক্যাপশনে লেখেন, আমি ফিরে এসেছি।

শপথগ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ওমর। ছয় বছর ক্ষমতায় ছিলেন তিনি।

অবশেষে দীর্ঘ ছয় বছর পর জম্মু ও কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয়েছে। সেখানে এবার গণতান্ত্রিক সরকার গঠন করা হবে। গত শুক্রবার-ই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন ওমর আবদুল্লাহ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে, জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওমর আবদুল্লাহ। জম্মু-কাশ্মীরের ৯০ আসনের বিধানসভা আসনে গত কয়েকদিন আগেই ভোট হয়। দীর্ঘ ১০ বছর পর এই নির্বাচন হয়।

ওই  নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। এরপরই ওমর আবদুল্লাহ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালে জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রপতি শাসন।

তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দিন প্রেসিডেন্ট লাই চিং-তের একটি বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বেইজিংয়ে। লাই চিং-তে তার বক্তব্যে তাইওয়ানের ‘অধিভুক্তি’ প্রতিরোধের অঙ্গীকার করেন। 

তাইওয়ানের প্রেসিডেন্টের এমন বক্তব্যের জেরে চারপাশে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়াকে ‘শাস্তি’ হিসাবে বর্ণনা করেছে চীন।

যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ দিয়ে বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনা সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বেইজিং ও তাইওয়ানের কেউ কারও অধীন নয়। দেশটির প্রেসিডেন্টের এই বক্তব্যের পর চীন হুঁশিয়ারি দেয়। বেইজিং বলে, লাই চিং-তের এই ‘উসকানি’ তাইওয়ানের জনগণের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে। 

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।