বাংলাদেশ

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষার্থীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন–বিক্ষোভ করছেন। এমনকি এর মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটেছে। এসব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার সন্ধ্যায় সাড়ে ৭টায় জাতীয় উদ্দেশে ভাষণে তিনি এ আহ্বান জানান।

জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন ড. ইউনূস। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় যাঁরা মৃত্যুবরণ করেছেন, যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বা যাঁরা সর্বস্ব হারিয়েছেন, যাঁরা দুঃসহ জীবন যাপন করছেন—তাঁদের স্মরণ করেন।

তিনি বলেন, বন্যাদুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি–বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছে সরকার। ভবিষ্যতে সব ধরনের বন্যা প্রতিরোধে আমাদের অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায়, সে আলোচনা শুরু করা হয়েছে। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রাম যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বন্যায় ৭ জেলায় ১৮ জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫২ লাখ ৯ হাজার মানুষ। রোববার (২৫ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

সচিবালয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সহায়তা অব্যাহত রয়েছে।

বন্যা আক্রান্ত জেলাসগুলোর ডিসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা জানান, সড়ক এবং আকাশ পথে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

অন্তবর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন সমর্থন রয়েছে বিএনপির, তবে সেই সংস্কার হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। এমনটাই বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ আগস্ট) বিকেলে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, কাউকে অনির্দিষ্টকাল সময় দেয়া যাবে না। রাষ্ট্র সংস্কারে দলগুলোর সাথে অবশ্যই আলোচনা করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

এ সময় বিএনপি নেতাকর্মীদের লুটপাট, দখল বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, যারা এসব অন্যায়ের সাথে জড়িত তারা বিএনপির কেউ নয়। তাদের চিহ্নত করে আইনের হাতে তুলে দিতে হবে।

এর আগে, সকালে এক দিনের সফরে সিলেটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চলতি বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে। এ কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তবে কালো টাকা যেন আর তৈরি না হয়, সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।

এর আগে, উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে সাধারণত মানুষের টেকসই উন্নয়ন হয় এমন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানানো হয়। এ সময় সমতা ভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আগাম প্রস্তুতির পরামর্শ দেন উন্নয়ন সহযোগীরা। আমন চাষে করণীয়ও তুলে ধরেন তারা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন থেকে ঢালাওভাবে নয় বরং যাচাই-বাছাই করে ঋণ নেয়া হবে। সরকারি বিভিন্ন দফতরে চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, এতদিন বৈষম্য থাকলেও কথা বলার সুযোগ ছিলো না। সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে। ধীরে ধীরে সব বৈষম্য দুর হবে। কালো টাকা যেন তৈরি না হয় তা সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি।

‘নারায়ণগঞ্জ-১’ আসনের সাবেক সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (২৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। গত ২১ আগস্ট, নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

এরপর ৫ আগস্ট, শেখ হাসিনার পদত্যাগের পর, আনন্দ-মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। এ ঘটনায়, নিহতের খালা রিনা বাদি হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেসহ আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়।

রাজধানীর নিউমার্কেট ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) রাতে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

আদালত সূত্র জানা যায়, লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচদিন এবং নিউমার্কেট থানার আরেকটি হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় ১০ দিনের রিমান্ড শেষে শনিবার সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে তোলা হয়। তাছাড়া, একইসাথে রাজধানীর নিউমার্কেট থানার শাহজাহান হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড শেষে জিয়াউল আহসানকেও আদালতে তোলা হয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অপরদিকে, ১৫ আগস্ট জিয়াউল আহসানকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে সবার সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিওর প্রতিনিধিদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। এখনই সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণ পাঠাতে হবে। তাছাড়া, বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দ্রুত পুন:স্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যেভাবে দেশের মানুষ এগিয়ে এসেছে তাতে আমি অভিভূত। সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করার পরিকল্পনা করা হচ্ছে। আন্তর্জাতিক ফান্ড মোভিলাইজ করতে হবে। এ সময় তরুণদের উদ্যোগের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বৈঠকে এনজিওর প্রতিনিধিরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জোন হিসেবে ভাগ করে কাজ করার পরামর্শ দেন। তাছাড়া, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

পানি বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হবে। এই ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। যা কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও রাঙ্গামাটি জেলা প্রশাসক। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানান, গেট খুলে দেয়ার পর এতে ৯০০০ সি এফএস পানি নিষ্কাশন হবে।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কাপ্তাই বাঁধের পানির ধারণ ক্ষমতা সাধারণত ১০৯ এমএসএল। তবে ১০৮ এমএসএল হলেই বিপদসীমা হিসেবে ধরা হয়ে থাকে।

শনিবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদে ১০৭.৭০ এমএসএল পর্যন্ত পানি রয়েছে। যা রাতের মধ্যে ১০৮ অতিক্রম করবে। তাই রাত ১০টার দিকে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া পানি ছাড়ার পরবর্তী ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যে তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।

দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। জনগণের ইচ্ছা পূরণ না হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাসানী পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেছেন, অতীতের জঞ্জাল কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিপ্লবকে সংহত করতে হবে, তাই প্রতিবিপ্লব যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকতেও পরামর্শ দেন বিএনপি মহাসচিব।

এই আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখনই মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ার সময়। শুধু আবেগ দিয়ে দেশ গড়া যাবে না। সরকারকে আজ হোক, কাল হোক নির্বাচন দিতেই হবে।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।